- Use of "There " এর ব্যবহার. ১ । কোন স্থানে কিছু আছে বুঝাতে There বসে । ২। Subject যদি অনির্দিষ্ট হয় There বসে। সাধারণত কোন স্থানে কোন কিছু আছে বা ছিল বা নেই বা ছিল না বুঝাতে বাক্যের প্রথমে There বসে। আমাদের গ্রামে একটি স্কুল আছে-There is a school in our village. বাংলাদেশে অনেক নদী আছে- There are many rivers in Bangladesh. এই পুকুরে পানি ছিল-There was water in this pond. এই পুকুরে অনেক পানি ছিল-There was much weather In this pond. নিম্নের গঠন অনুযায়ী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা There দিয়ে খুব সহজেই ইংরেজিতে যে কোন বাক্য তৈরি করতে পারবে। গঠন প্রণালী: There + is / are / was / were / + অনিদৃষ্ট (Subject) + in + যে কোন বিষয়ের বা স্থানের স্থানের নাম। মনে রাখবে : একের অধিক হলে There এর পরে are বসবে এবং একের অধিক ছিল বুঝাতে There এর পরে Were বসবে। পরিমাণ বাচক শব্দ বা যে সকল শব্দ গণনা করা যায় না সে সকল ক্ষেত্রে অনেক অর্থ বুঝাতে Much ব্যবহার করতে হবে আর যে শব্দগুলো গণনা করা যায় সে ক্ষেত্রে অনেক অর্থ বোঝাতে Many ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমারা এই নিয়মগুলো বাসায় বেশি বেশি চর্চা করো পরবর্তীতে আমি এই নিয়মের উপর ভিত্তি করে তোমাদের জন্য কিছু চর্চা করার জন্য উদাহরণ দেব।
এই সাইটে আমি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাড়ির কাজ ও ইংরেজি গ্রামারের বিভিন্ন নিয়ম নিয়ে আলোচনা করব
বুধবার, ৮ এপ্রিল, ২০২০
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
Paragraphs For P.S.C Examination 2014 (1) My Home Town The name of my ho...
-
Unseen Model -The Lion and the mouse for PEC Exam-2020 Read the text and answer the questions- 1, 2, 3 and 4 One da...
-
Paragraphs For P.S.C Examination 2014 Examination 2014 (1) My Home Town The name of my home town is Kushtia. Kushtia is a sm...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন