রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

Lecture On Verb

 Verb ( ক্রিয়া)- যে শব্দ /  Word দ্বারা কোন কিছু  হওয়া, আছে / থাকা বা কোন কাজ করা বোঝায় তাকে Verb বলে।

                 Kinds of Verb

1. Principal Verb ( Principal Verb /প্রধান ক্রিয়া)
যে Verb / ক্রিয়া অন্যের সাহায্য ছাড়া অর্থ প্রদান করতে পারে তাকে Principal Verb বলে ।
যেমনঃ Take, Eat, Go, Play ETC
Auxiliary Verb ( সাহায্যকারী ক্রিয়া)
যে সকল Verb  Principal  Verb এর সাহায্য ছাড়া অর্থ প্রদান করতে পারে না তাকে Principal বলে।

Kinds Of Auxiliary Verbs

Auxiliary Verb দুই প্রকার
1. Primary Auxiliary Verb
Be Verbs, Have Verbs ও Do Verbs

2. Modal Auxiliary Verb
Can - পারা, Can not -পারে না
আমি ইংরেজি পড়তে পারি।
I can read English?

তুমি কি আমাকে সাহায্য করতে পারো?  Can you help me?

Could - পারত / পারতাম,  Could not - পারত না / পারতাম না
আমি বইটি কিনতে পারতাম।
I Could buy the book.

May, Might - সম্ভাবনা অর্থে এটির অর্থ হলো পারা / পারত বোঝায়
সে আজ ফুটবল খেলতে পারে।
He may play football.
Shall, Will - বাংলা অর্থ ব/ বে
(Future Indefinite Tense) এ
আমরা সবাই শিখেছি।
আমরা Tense শিখবো।
We shall / will learn tense

Should,  Ought to- কোন কিছু করা উচিত অর্থে ব্যবহৃত হয়।

I + should - আমার উচিত
We + should- আমাদের উচিত
You + Should - তোমার উচিত
He/ She + Should - তার উচিত
They + Should - তাদের উচিত
তোমার শিক্ষকদের সম্মান করা উচিত।
You should respect teachers.

Must - অবশ্যই অর্থে ব্যবহৃত হয়
আমি অবশ্যই তোমাকে সাহায্য করবো।
I must help you.

Had better - কোন কিছু বরং এখন করা উচিত এইরূপ বুঝাতে বসে।
তোমার তোমার বরং এখন ঘুমানো উচিত।
You had better sleep now.

এছাড়াও am to / is to / are to - কোন কিছু করতে হয় বুঝাতে বাসে
আমাকে স্কুলে যেতে হয়।
I am to go to school.
তাকে দুপুরে ঘুমাতে হয়।
He is to sleep at noon.
Have to / has to - কোন কিছু করতে হবে বুঝাতে বাসে।
তোমাকে ইংরেজি শিখতে হবে।
You have to learn English.
Had to - কোন কিছু করতে হয়েছিল বোঝাতে বসে।
 আমাকে এডভান্স বই কিনতে হয়েছিল।
I had to buy Advance Book.
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই এই নিয়মগুলো বাসায় ভালো করে পড়বে এবং আমি পরবর্তীতে এই নিয়মের ওপর কিছু বাক্য দেবো সেগুলো তোমারা ইংরেজিতে করবে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন