সোমবার, ২০ এপ্রিল, ২০২০

JSC Bangla 2n Paper (Chapter-3) for Homework of My Students

১. সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক)  শির + পীড়া = শিরঃপীড়া Ο খ)  বহি + কার = বহিষ্কার Ο গ)  নিঃ + ফল = নিষ্ফল Ο ঘ)  ভা + কর = ভাস্কর
২. চ কিংবা ছ পরে থাকলে পূর্ভবর্তী বিসর্গ স্থানে কী হয়?
Ο ক)  Ο খ)  Ο গ)  Ο ঘ) 
৩. ‘তরুচ্ছায়া’ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো -
Ο ক)  তরু + ছায়া Ο খ)  তর + ছায়া Ο গ)  তরু + চ্ছায়া Ο ঘ)  তর + চ্ছায়া
৪. ‘গবেষণা’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক)  গো + এষণা Ο খ)  গবে + এষণা Ο গ)  গবি + এষণা Ο ঘ)  গবেষ + ণা
৫. প্রাতঃ + কাল = ?
Ο ক)  প্রাতঃকাল Ο খ)  প্রাতকাল Ο গ)  প্রাতষ্কাল Ο ঘ)  প্রাতরাশ
৬. অ-ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অ-ধ্বনি থাকলে বিসর্গ ও অ-ধ্বনি স্থলে -
Ο ক)  ই-কার হয় Ο খ)  উ-কার হয় Ο গ)  এ-কার হয় Ο ঘ)  ও-কার হয়
৭. পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনি সৃষ্টি হয়, তাকে বলে -
Ο ক)  সন্ধি Ο খ)  স্বরসন্ধি Ο গ)  ব্যঞ্জনসন্ধি Ο ঘ)  বিসর্গ সন্ধি
৮. ‘অতীত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক)  অতি + ইত Ο খ)  অতী + ইত Ο গ)  অতী + ত Ο ঘ)  অতি + ত
৯. ‘বিদ্যালয়’ - এর সন্ধি বিচ্ছেদ কী হবে?
Ο ক)  বিদ্যা + আলয় Ο খ)  বিদ্য + আলয় Ο গ)  বিদ্যা + অলয় Ο ঘ)  বিদ্যা + লয়
১০. ‘সূর্যোদয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক)  সুর্য + উদয় Ο খ)  সূর্য + উদয় Ο গ)  সূর্য + ঊদয় Ο ঘ)  সূর্য + দয়
১১. মহা + ঔষধ = কী হবে?
Ο ক)  মহাষৌধ Ο খ)  মহৌষধ Ο গ)  মহৌষধি Ο ঘ)  মহাঔষধ
১২. ‘নিষ্পাপ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো -
Ο ক)  নীঃ + পাপ Ο খ)  নিঃ + পাপ Ο গ)  নী + পাপ Ο ঘ)  নি + পাপ
১৩. উৎ + ছেদ =
Ο ক)  উচ্ছেদ Ο খ)  উৎছেদ Ο গ)  উছ্যেদ Ο ঘ)  উৎছাদ
১৪. অ/আ ভিন্ন অন্য স্বরের সঙ্গে বিসর্গ এবং পরে স্বরধ্বনি, বর্গের ৩য়/৪র্থ/৫ম ধ্বনি থাকলে বিসর্গ স্থলে কোন বর্ণ হবে?
Ο ক)  Ο খ)  Ο গ)  Ο ঘ) 
১৫. ‘পুনর্মিলন’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক)  পুনঃ + মিলন Ο খ)  পুন + মিলন Ο গ)  পুনর + মিলন Ο ঘ)  পুর্ন + মিলন
১৬. বিসর্গ (:) অন্য ধ্বনির সঙ্গে যুক্ত হলে ক্ষেত্রবিশেষে কয় প্রকার রূপ পায়?
Ο ক)  দুই Ο খ)  তিন Ο গ)  চার Ο ঘ)  পাঁচ
১৭. ‘অন্তঃকরণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো -
Ο ক)  অন্ত + করণ Ο খ)  অন্তঃ + করণ Ο গ)  আন্ত + করণ Ο ঘ)  অন্তক + রণ
১৮. নিচের কোনটি স-জাত বিসর্গ সন্ধির উদাহরণ?
Ο ক)  সংহার Ο খ)  মস্যাধার Ο গ)  স্বাগত Ο ঘ)  নমস্কার
১৯. ব্যঞ্জনধ্বনি ও ব্যঞ্জনধ্বনি মিলে নিচের কোন সন্ধিজাত শব্দটি তৈরি?
Ο ক)  তদন্ত Ο খ)  ভাবুক Ο গ)  ইত্যাদি Ο ঘ)  বিপচ্ছায়া
২০. পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে কী বলে?
Ο ক)  বর্ণ Ο খ)  দ্বন্দ্ব Ο গ)  সন্ধি Ο ঘ)  সমাস
 
২১. ‘মনোমোহন’ শব্দটি কোন নিয়মে সন্ধি হয়েছে?
Ο ক)  স্বরসন্ধি Ο খ)  ব্যঞ্জনসন্ধি Ο গ)  বিসর্গ সন্ধি Ο ঘ)  নিপাতনে সিদ্ধ
২২. উ + উ = ঊ - এই নিয়মে সন্ধিসাধিত শব্দ কোনটি?
Ο ক)  বহূর্ধ্ব Ο খ)  লঘূর্মি Ο গ)  কটূক্তি Ο ঘ)  ভূর্ধ্ব
২৩. ‘উদ্ধার’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক)  উৎ + হার Ο খ)  উধ্ + হার Ο গ)  উৎ + ধার Ο ঘ)  উদ্ + ধার
২৪. নিচের কোনটি সঠিক?
Ο ক)  তৎ + মধ্যে = তন্মধ্যে Ο খ)  তন + ময় = তন্ময় Ο গ)  বাগ + দান = বাগদান Ο ঘ)  উদ + ঘাটন = উদঘাটন
২৫. অ-ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে বর্গের ৩য়/৪র্থ/৫ম ধ্বনি থাকলে বিসর্গ ও অ-ধ্বনি স্থলে স-জাত বিসর্গে -
Ο ক)  ই-কার হয় Ο খ)  উ-কার হয় Ο গ)  এ-কার হয় Ο ঘ)  ও-কার হয়
২৬. সন্ধির ক্ষেত্রে ধ্বনির মিলন কয় রকমের হতে পারে?
Ο ক)  দুই Ο খ)  তিন Ο গ)  চার Ο ঘ)  পাঁচ
২৭. ‘উড্ডীন’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হলো -
Ο ক)  উৎ + ডীন Ο খ)  উদ + ডীন Ο গ)  উড + ডীন Ο ঘ)  উত + ডিন
২৮. নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ?
Ο ক)  মহোর্মি Ο খ)  অন্তর্গত Ο গ)  পুনর্বার Ο ঘ)  প্রাতরাশ
২৯. ‘তন্বী’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক)  তনু + নী Ο খ)  তনু + ঈ Ο গ)  তন + নী Ο ঘ)  তনু + ই
৩০. ‘বধূক্তি’ শব্দে সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক)  বধু+উক্তি Ο খ)  বধু+ঊক্তি Ο গ)  বধূ+উক্তি Ο ঘ)  বধূ+ঊক্তি
৩১. চ কিংবা ছ পরে থাকলে পূর্ববর্তী বিসর্গ স্থানে কী হয়?
Ο ক)  চ্ছ Ο খ)  Ο গ)  Ο ঘ) 
৩২. অতএব-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
Ο ক)  অত্র + এব Ο খ)  অত: + এব Ο গ)  অতি + এব Ο ঘ)  অতো + এব
৩৩. বিসর্গ সন্ধির উদাহরণ হলো -
Ο ক)  তিরোধান Ο খ)  সঞ্চয় Ο গ)  সংযম Ο ঘ)  সংকীর্ণ
৩৪. কোনটির সন্ধির উদ্দেশ্য?
Ο ক)  শব্দের মিলন Ο খ)  বর্ণের মিলন Ο গ)  ধ্বনিগত মাধুর্য সম্পাদন Ο ঘ)  শব্দগত মাধুর্য সম্পাদন
৩৫. বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির সন্ধি হলে কোন সন্ধি হয়?
Ο ক)  স্বরসন্ধি Ο খ)  ব্যঞ্জনসন্ধি Ο গ)  বিসর্গসন্ধি Ο ঘ)  নিপাতনে সিদ্ধ সন্ধি
৩৬. ‘গায়ক’ - এর সন্ধি বিচ্ছেদ কী?
Ο ক)  গা + ওক Ο খ)  গা + য়ক Ο গ)  গা + অক Ο ঘ)  গৈ + অক
৩৭. সংস্কৃতের নিয়ম মেনে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের সন্ধি কত প্রকার?
Ο ক)  পাঁচ প্রকার Ο খ)  চার প্রকার Ο গ)  তিন প্রকার Ο ঘ)  দুই প্রকার
৩৮. ‘যশোভিলাষ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক)  যশ + অভিলাষ Ο খ)  যশঃ + অভিলাষ Ο গ)  যশো + অভিলাষ Ο ঘ)  যশো + ভিলাষ
৩৯. ‘সুবন্ত’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক)  সুব + অন্ত Ο খ)  সুপ্ + অন্ত Ο গ)  সুপ + ন্ত Ο ঘ)  সু + পন্ত
৪০. কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধি?
Ο ক)  তৎসম Ο খ)  তস্কর Ο গ)  পরস্পর Ο ঘ)  সংস্কার





 সঠিক উত্তর:
১. (গ)   ২. (খ)   ৩. (ক)   ৪. (ক)   ৫. (ক)   ৬. (ঘ)   ৭. (ক)   ৮. (ক)   ৯. (ক)   ১০. (খ)   ১১. (খ)   ১২. (খ)   ১৩. (ক)   ১৪. (গ)   ১৫. (ক)   ১৬. (গ)   ১৭. (খ)   ১৮. (ঘ)   ১৯. (ঘ)   ২০. (গ) 
২১. (গ)   ২২. (গ)   ২৩. (ক)   ২৪. (ক)   ২৫. (ঘ)   ২৬. (গ)   ২৭. (ক)   ২৮. (ক)   ২৯. (খ)   ৩০. (গ)   ৩১. (খ)   ৩২. (খ)   ৩৩. (ক)   ৩৪. (গ)   ৩৫. (গ)   ৩৬. (ঘ)   ৩৭. (গ)   ৩৮. (খ)   ৩৯. (খ)   ৪০. (ঘ)   
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন