সোমবার, ২০ এপ্রিল, ২০২০

JSC Bangla 2nd Paper (Chapter-2) for Homework of My Students

১. রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোন দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে বলে -
Ο ক)  মাতৃভাষা Ο খ)  জাতীয় ভাষা Ο গ)  রাষ্ট্রভাষা Ο ঘ)  স্বীকৃত ভাষা
২. সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?
Ο ক)  তৎসম Ο খ)  বিদেশি Ο গ)  দেশি Ο ঘ)  তদ্ভব
৩. কোন ভাষারীতি কথাবার্তা, বক্তৃতা ভাষণে উপযোগী নয়?
Ο ক)  সাধু রীতি Ο খ)  চলিত রীতি Ο গ)  প্রমিত রীতি Ο ঘ)  আঞ্চলিক রীতি
৪. বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের কোন অনুচ্ছেদে রাষ্ট্রভাষা বাংলার কথা বলা হয়েছে?
Ο ক)  প্রথম Ο খ)  দ্বিতীয় Ο গ)  তৃতীয় Ο ঘ)  চতুর্থ
৫. কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা সবচেয়ে উপযোগী?
Ο ক)  চলিত Ο খ)  সাধু Ο গ)  মিশ্র Ο ঘ)  সবগুলোই
৬. ভাষাকে কিসের বাহন বলা হয়?
Ο ক)  ভাবের Ο খ)  অন্তরের Ο গ)  ধ্বনির Ο ঘ)  কাজের
৭. ভাষা বলতে কোনটি বোঝায়?
Ο ক)  অর্থবোধক ধ্বনি Ο খ)  অর্থহীন ধ্বনি Ο গ)  ইশারা-ইঙ্গিত Ο ঘ)  ছবি
৮. পৃথিবীর প্রায় কত কোটি মানুষের মাতৃভাষা বাংলা?
Ο ক)  ২৫ কোটি Ο খ)  ৩০ কোটি Ο গ)  ৩৫ কোটি Ο ঘ)  ৪০ কোটি
৯. সাধু ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি?
Ο ক)  বিশেষ্য ও ক্রিয়াপদে Ο খ)  বিশেষ্য ও বিশেষণ পদে Ο গ)  ক্রিয়া ও সর্বনাম পদে Ο ঘ)  বিশেষণ ও অব্যয় পদে
১০. সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে?
Ο ক)  লেখ্য Ο খ)  কথ্য Ο গ)  আঞ্চলিক Ο ঘ)  উপভাষা
১১. বাংলা লেখ্য রীতি কয় প্রকার?
Ο ক)  দুই প্রকার Ο খ)  তিন প্রকার Ο গ)  চার প্রকার Ο ঘ)  পাঁচ প্রকার
১২. বাংলা ভাষা প্রকাশের দুটি প্রধান রূপ বা রীতি কী কী?
Ο ক)  কথ্য-লেখ্য Ο খ)  কথ্য-প্রমিত Ο গ)  প্রমিত-লেখ্য Ο ঘ)  লেখ্য-আঞ্চলিক
১৩. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
Ο ক)  উপভাষা Ο খ)  মিশ্র ভাষা Ο গ)  সাধু ভাষা Ο ঘ)  চলিত ভাষা
১৪. বাংলা ভাষার রীতি কয়টি?
Ο ক)  দুইটি Ο খ)  তিনটি Ο গ)  চারটি Ο ঘ)  পাঁচটি
১৫. বাংলাদেশের বাইরে আর কোথায় বাংলা ভাষা প্রচলিত আছে?
Ο ক)  পশ্চিম বঙ্গ Ο খ)  আসাম Ο গ)  ত্রিপুরা Ο ঘ)  সবকটি সঠিক
১৬. সাধু রীতি কেমন?
Ο ক)  জীবন্ত Ο খ)  আধুনিক Ο গ)  কৃত্রিম Ο ঘ)  পরিবর্তনশীল
১৭. ‘এদের’ কোন পদের চলিত রূপ?
Ο ক)  বিশেষ্য Ο খ)  বিশেষণ Ο গ)  সর্বনাম Ο ঘ)  ক্রিয়া
১৮. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
Ο ক)  শব্দ Ο খ)  ছবি Ο গ)  ইঙ্গিত Ο ঘ)  ভাষা
১৯. বালুচ ভাষা প্রচলিত কোন দেশে?
Ο ক)  বাংলাদেশ Ο খ)  ভারত Ο গ)  পাকিস্তান Ο ঘ)  মায়ানমার
২০. ভারতের রাজ্যগুলোতে প্রশাসনিক কাজে কোন ভাষা ব্যবহৃত হয়?
Ο ক)  হিন্দি Ο খ)  ইংরেজি Ο গ)  আঞ্চলিক Ο ঘ)  আচিক
 
২১. সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি?
Ο ক)  জীবন্ত Ο খ)  আধুনিক Ο গ)  কৃত্রিম Ο ঘ)  পরিবর্তনশীল
২২. চাকমা জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে তার নাম -
Ο ক)  চাকমা Ο খ)  চাম্মা Ο গ)  চাংমা Ο ঘ)  চর্যা
২৩. বর্তমানে পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে?
Ο ক)  দুই হাজার Ο খ)  সাড়ে তিন হাজারের ওপর Ο গ)  পাঁচ হাজারের ওপর Ο ঘ)  সাড়ে সাত হাজারের ওপর
২৪. সাধুভাষার বৈশিষ্ট্য কোনটি?
Ο ক)  গুরুগম্ভীর Ο খ)  গুরুচন্ডালী Ο গ)  অবোধ্য Ο ঘ)  দুর্বোধ্য
২৫. ভাষাকে কীসের বাহন বলা হয়?
Ο ক)  ভাবের Ο খ)  অন্তরের Ο গ)  ধ্বনির Ο ঘ)  কাজের
২৬. ভাষার মৌলিক অংশ কয়টি?
Ο ক)  দুটি Ο খ)  তিনটি Ο গ)  চারটি Ο ঘ)  পাঁচটি
২৭. মানুষের যোগাযোগের মাধ্যম কোনটি?
Ο ক)  ধ্বনি Ο খ)  শব্দ Ο গ)  বাগযন্ত্র Ο ঘ)  ভাষা
২৮. কথ্য ভাষারীতি কয়টি ভাগে বিভক্ত?
Ο ক)  দুটি Ο খ)  তিনটি Ο গ)  চারটি Ο ঘ)  পাঁচটি
২৯. আঞ্চলিক ভাষার অপর নাম কী?
Ο ক)  বিদেশি ভাষা Ο খ)  চলিত ভাষা Ο গ)  উপভাষা Ο ঘ)  সাধুভাষা
৩০. ভাষার রীতি কোনটি?
Ο ক)  কথা বলার রীতি Ο খ)  লেখার রীতি Ο গ)  বলা ও লেখার রীতি Ο ঘ)  শ্রুতিলিপির রীতি
৩১. কোনগুলো চলিত রীতির বিশেষ্য পদ?
Ο ক)  মৎস্য, হাতি Ο খ)  হাতি, বাঘ Ο গ)  মাছ, হস্তী Ο ঘ)  ব্যাঘ্র, মাছ
৩২. বাংলা ভাষায় কত লোক কথা বলে?
Ο ক)  দশ কোটি Ο খ)  পনের কোটি Ο গ)  পঁচিশ কোটি Ο ঘ)  প্রায় ত্রিশ কোটি
৩৩. ‘তবুও’ হলো -
Ο ক)  ক্রিয়াপদের সাধুরূপ Ο খ)  সর্বনামের চলিত রূপ Ο গ)  অব্যয়ের চলিতরূপ Ο ঘ)  বিশেষণের সাধুরূপ
৩৪. বাংলা লেখ্য রীতি কয় প্রকার?
Ο ক)  দুই প্রকার Ο খ)  তিন প্রকার Ο গ)  চার প্রকার Ο ঘ)  পাঁচ প্রকার
৩৫. বাংলাদেশের রাষ্ট্রভাষা কী?
Ο ক)  বাংলা Ο খ)  ইংরেজি Ο গ)  উর্দু Ο ঘ)  হিন্দি
৩৬. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
Ο ক)  গুরুগম্ভীর Ο খ)  কৃত্রিম Ο গ)  পরিবর্তনশীল Ο ঘ)  তৎসম শব্দবহুল
৩৭. ভাবের বাহন কী?
Ο ক)  ভাষা Ο খ)  সাহিত্য Ο গ)  সংগীত Ο ঘ)  ইতিহাস
৩৮. কয়েকটি ধ্বনির অর্থবোধক মিলনে কী গঠিত হয়?
Ο ক)  শব্দ Ο খ)  বাক্য Ο গ)  ভাষা Ο ঘ)  পদ
৩৯. সাধুরীতি হলো -
Ο ক)  আঞ্চলিক শব্দবহুল Ο খ)  বিদেশি শব্দবহুল Ο গ)  তৎসম শব্দবহুল Ο ঘ)  তদ্ভব শব্দবহুল
৪০. ‘গুরুগম্ভীর’ কোন ভাষারীতির বৈশিষ্ট্যকে নির্দেশ করে?
Ο ক)  সাধু Ο খ)  চলিত Ο গ)  আঞ্চলিক Ο ঘ)  বিশেষ্য ও সর্বনাম পদ


Answer Pore Match Korbe

   সঠিক উত্তর:
১. (গ)   ২. (ক)   ৩. (ক)   ৪. (গ)   ৫. (ক)   ৬. (ক)   ৭. (ক)   ৮. (খ)   ৯. (গ)   ১০. (ক)   ১১. (ক)   ১২. (ক)   ১৩. (গ)   ১৪. (ক)   ১৫. (ঘ)   ১৬. (গ)   ১৭. (গ)   ১৮. (ঘ)   ১৯. (খ)   ২০. (গ)
২১. (গ)   ২২. (গ)   ২৩. (খ)   ২৪. (ক)   ২৫. (ক)   ২৬. (খ)   ২৭. (ঘ)   ২৮. (ক)   ২৯. (গ)   ৩০. (ক)   ৩১. (খ)   ৩২. (ঘ)   ৩৩. (গ)   ৩৪. (ক)   ৩৫. (ক)   ৩৬. (গ)   ৩৭. (ক)   ৩৮. (ক)   ৩৯. (গ)   ৪০. (গ)   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন